এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে আগামী নভেম্বরে।


আগামী নভেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসএসসি ও দাখিলের যত পরীক্ষার্থীর পাঠ্যবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার এস এস সি(SSC) পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর। সাধারণত এইচ এস সি(HSC) পরীক্ষা শুরু হয় এস এস সি(SSC) এর ২মাস পর।কিন্তু এইবার ৪৫ দিনের ব্যবধানে এইচ এস সি(HSC) পরীক্ষা শুরু করার চেষ্টায় আছে শিক্ষা মন্ত্রানালয় ।

এস এস সি ২০২২ এর রেজাল্ট মোবাইল এস এম এস ও অনলাইন এ কিভাবে জানতে পারবেন তার প্রক্রিয়া জানুন এই লিঙ্ক -এস.এস.সি.(SSC) ও এইচ.এস.সি(HSC) রেজাল্ট দেখার প্রক্রিয়া


© 2022, This content is a legal property of EduportalBD