কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় EIIN না পেলে যা করবেন ।


ইআইআইএন(EIIN) কি?

EIIN হল এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর। ইআইআইএন(EIIN) প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক হয়। এটি অন্যান্য প্রতিষ্ঠানকে পৃথক করতে ব্যবহৃত হয়।এটি প্রতিটি প্রতিষ্ঠানকে একে অপরের থেকে আলাদা করে চিনতে ব্যাবহার করা হয়

সরকারি প্রাইমারী স্কুল এর EIIN কেনো প্রয়োজন?

শিক্ষার্থীদের ইউনিক আইডি এর ফর্ম ফিল আপ এর জন্য প্রাইমারী স্কুল এর ইআইআইএন(EIIN) প্রয়োজন । ইউনিক আইডি ফর্ম এর পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান এর পিএসসি/সমমান অংশের শিক্ষাপ্রতিষ্ঠান এর ইআইআইএন অংশে প্রয়োজন হয় ।

কোন সরকারি প্রাইমারী স্কুল এর EIIN না পেলে কি করবেন?

1. আমদের অফিসিয়াল ওয়েবসাইট এ খুঁজুন

যেকোন সরকারি প্রাথমিক স্কুল এর ইআইআইএন(EIIN) সন্ধানের জন্য সমস্ত সরকারি প্রাথমিক স্কুলের তালিকা পেতে এখানে ক্লিক করুন তারপর সার্চ বক্স এ স্কুলটির নাম টাইপ করুন।

অথবা আমদের এই ভিডিও গাইডটি দেখতে পারেন। কিভাবে বাংলাদেশ এর সকল সরকারি প্রাইমারী স্কুল এর EIIN খুঁজে পাবেন।

2. আমাদের অফিসিয়াল গ্রুপ এ পোস্ট করুন

নিম্নে উল্লেখিত তথ্যসমুহ দিয়ে আমাদের EduportalBD এর অফিশিয়াল ফেসবুক গ্রুপ এ পোস্ট করবেন।

  • বিদ্যালয়টির নাম
  • বিভাগ
  • জেলা
  • থানা

Group Link:
Educational Info by Eduportalbd.com [Official]

নিম্নে উদাহরণস্বরূপ একটি ছবি দেয়া হয়েছে সুবিধার জন্য.

Eiin_post

আশা করছি আমদের কোন প্রতিনিধি অথবা গ্রুপ মেম্বাররা আপনার কাঙ্ক্ষিত স্কুল এর EIIN টি পেতে সাহায্য করবে।

3. স্কুল এর শিক্ষকদের সাথে যোগাযোগ করুন

আপনার স্কুল এর শিক্ষকদের সাথে EIIN এর বিষয়ক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন ।


© 2022, This content is a legal property of EduportalBD